এক জীবনের সমস্ত প্রেম
দিয়ে তোমায়
এই বুঝেছি সুখের সার-
লাস্যময়ী তুমি অথর্ব আমি
নিরিখে শত ব্যথার বিভাজন
কি রূপে হবে সুখের মিলন।
নীল আকাশে পানকৌড়ির উরা
নির্মল সন্ধ্যায় ক্লান্ত বিহঙ্গের নীড়ে ফেরা
অবলোকনে কি লাভ তায়
তরুতলে চাতক যদি হয়
হনুমান মুখপোড়া।