শ্রদ্ধেয় সুরের সাধক বারী সিদ্দিকীর বিরহে! শ্রদ্ধা হে সাধক, ভাল থাকুন পরপারে।
বারী তুমি কেন করছ এতখানি আড়ি
সব ছেড়ে যাচ্ছ কোন বাড়ী?
কোন আসরের শ্রোতারা মুগ্ধ হবে
শুনে তোমার হৃদয় ছোঁয়া বাঁশরী?
কোন অভিমানে বললে তুমি জিন্দা লাশ
কোন বিরহে! পারি দিলে না ফেরা প্রবাস?
একবারও কি দেখবেনা ফিরে?
মরণও তোমায় করতে পারেনাই লাশ।
হাজার বছর বাংলার আকাশে
পূবালী বাতাসে বইবে তোমার সুরের সুবাস।
প্রেমের দায়ে না হয় ঘড় ছাড়িলা!
সব ছাড়িলা কোন সে নিঠুর দায়।
জানো কি তুমি? তোমার বিচ্ছেদে
বাংলা, বাঁশরীর নিরন্তর কাদায়।
চিরন্ত ঘুমে সুখী হও তুমি
বুঝে কাজল কালো আঁখি
আখেরি সাথী হোক তোমার সোয়া চান পাখি।