৪৬ বছর পরেও স্বাধীনতা কি গোলক ধাঁধাঁ
ক্ষমতাবানের কাছে অসহায়ের পেন্ডুলামের মত দোলা
ক্ষমতার দাপটে উল্টা পথে চলা।
কত জ্ঞানী গুণী মহাজন আসে ক্ষমতায়
দশের উন্নয়নের উসিলায় আপন উন্নয়নে মত্ত রয়
দুর্ভাগারা চেয়ে থাকে কুহকীর আশায়।
নেতা-নেত্রীরা সব মায়া জাদু জানে
মনোনয়ন পূর্বে মন্ত্র বলে দোলা দেয় গরিবের প্রানে।
ভোটের আগে ভাই ভাই
নির্বাচিত হলে ভাই বলার সাধ্য আছে কি তাই
ব্যালট বলে এখন আমি স্যার!
আমজনতার পকেট কেটে উন্নায়ন দেখাবো এইবার।
হাজার কোটি থাকলেও তাও তো নগণ্য
লক্ষ টাকার মালদার আছে অনন্য।
এইতো নেতা-নেত্রীর বুলি
দ্বিমত করলে ইংলিশে দেন গালি।
ট হারিয়ে বাজেট হোক না যতোই বাজে
সেসব নিয়ে কথা বলা আমাদের কি সাজে
বলতে কিছু খেই হেরে যাই লাজে।