কত সহজ স্বীকারোক্তি আমাকে ক্ষমা করে দাও
নিয়তির কাছে অসহায় আত্মসমর্পণ!
স্বল্পরোজী পিতার, সন্তানের কাছে
বাবারে আমি আর পারছিনা
যার শেষ ফোটা রক্তবিন্দুও আদরের সন্তানের জন্য নিবেদিত।
কন্যাদায়গ্রস্ত পিতার, কন্যার কাছে
মা'রে আমারে মাফ করে দে
যার ইচ্ছে ছিল ধুমধামে মহাসমারোহে পাত্রস্থ করবে।
সদ্য সংসার কাধে পরা ছেলেটার, পরিবারের কাছে
মা'গো আমি কি করব?
যে নিজেকে বিলিয়ে দিতে প্রুস্তত পরিবারের জন্য।
চাকুরী চলে যাওয়া স্বামীর, স্ত্রীর কাছে
নিরুপমা আই এ্যাম স্যরি
যে হয়তো ভেবে রেখছিল এবারের ছুটিতে সেন্টমার্টিন ঘুরে আসবে।
সদ্য ইউনিভার্সিটি পেরোনো বেকার প্রেমিকের, প্রেমিকার কাছে
এক জনমের কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা বুকে চেপে রেখে নির্দ্বিধায় বলা
তোমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করে নিও প্রিয়
যে একদিন স্বপ্ন বুনেছিল কল্পলোকে ঝর ঝণ্ডা গিরিকন্দর পারি দিবে একসাথে।
আমরা হেরে যাই নিজেদের কাছে
তিন অক্ষরের ছোট শব্দ অভাব যখন কাধে ভর করে
হাজার বছরের আবেগ অনুভূতি স্নেহ মমতা বুকের চেপে রেখে
বেঁচে থাকি।
জীবন চলে যায় না যাওয়ার মত, কষ্টে বুকের ছাতি ফেটে যায়
তবু বেঁচে থাকি, নশ্বর পৃথিবীতে বেঁচে থাকাটাই মহা আনন্দের।