মধ্যে রাতে ভাঙ্গে যখন ঘুম
জেগে তখন দেখি স্বপন
আবছা আলোয় ভ্যাবসা গরম
কয়লা জ্বলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে চরম।
উন্নায়নের নেশায় মারছ তিলেতিলে
তার থেকে বরং খাওনা আমায় গিলে।
মিছিল, মিটিং বিজ্ঞাপনে হাজার মিথ্যাচার
বলছে বাতাস আমায় কানে কানে
নেতা-নেত্রীর ভণ্ডামো লাগছে তার প্রানে!
বলছি তারে খবর দিও নেতা-নেত্রীর দ্বারে
বিদ্যুৎ নিয়ে এই যে হাজার ছলা-কলা
বুঝছে না’কো তারা, মাথায় ঝুলছে ভিনদেশীদের মুলা
একি তাদের মোহ, পুড়ছে আমার দেহ
আমি হলে ছাই, তুমি বাঁচবে কি তাই?
ভেবে দেখ এইবার, মরণ কালে দেখা যেন না হয় আবার।
জনতার সামনে এই তো খোলা চিঠি-
৪৬ বছরে জন্মেছে নামধারী কিছু বাম
দেখে না তো কভু, পুড়ছে দেহ, ঝরছে কত ঘাম
ক্ষমতার লোভে সবে জপে হরিনাম।
নয়তো কোন মা, আস্থা জনতা
বীরের জাতির থাকতে রক্ত প্রানে
জ্বলবে না আগুন সবুজের এই বনে।
মরণ কালে রাখছি সামান্য আবদার
ধরে দেশের হাল, রুখে রামপাল
দেখাও বাঙ্গালী সাত শ্রেষ্ঠ বীর গর্ব তোমার।