তুমি কাঁদছ কেন বাবা......?
কোন শকুনে তোমায় দিচ্ছে থাবা?
কোন হায়নায় তোমায় দিচ্ছে থবা?
বলছে ওরা, তোমার নাকি অনেক টাকা
বিলাস বহুল গাড়ী, ঢাকা চট্রগ্রামে বাড়ি
তবে কেন মাঝে মধ্যা আমাদের চুলায় উঠে না কোন হাড়ি?
ঘণ্টা খানেক আগে বললে তুমি আসবে নাকি ফিরে
মধ্যি রাতে কলজা ছিঁড়ল কোন সেমরের তীরে?
কত কথার ছলে বলতে বাবা
আমি তো ডানপন্থী আছেন আমার মমতাময়ী মা।
কার আছে এত সাহস!? আমায় দেয় ঘা।
আমি তো ছোট্ট খুকী আল্প বুঝি আঁখি মেলে যা দেখি
কার তরে ক্ষমতার ফোঁড়ে দিন-দুনিয়া সবি এখন ফাঁকি?
বিপদে কালে মমতাময়ীও হয় সয়তানের ছা।
ইচ্ছে করে সপাৎ করে তাদের মুখে মারি একটা ঘা।
ওরে পিচাশ, নরকের খবিস দেখনা একবার চেয়ে
নিষ্পাপ মুখে ডাকছি তোরে, আমি একরামুলের মেয়ে।