এক চুল বুকে ব্যাথা শত পাহাড়
বেলা ফুরাল তাও জুটল না আহার।
আমার না হয় সবল সরিল, ধকল তাতে সয়
ক্ষুধার জ্বালায় বুকের মাণিক কেমন করে রয়।
ঘরে আমার অনাহারে ছোট্ট দুই ছানা
ঘন কুয়াশায় তেপান্তরে তাই মেলেছি ডানা।
ওরে শিকারি ধরি তোর পায়
পৌষের কালে মারিসনা আমায়
জাদু ধন এইত কাল আসলো নীড়ে
আজি কি করে যাই ফিরে বিধাতার তরে।
চৈত্র আসিলে আসিব ফিরে এইনা গাঙ্গের তীরে
শ্বাস ভরে আঁশ মেটাস মনে যত চায়।