ও মা, ও বাজান কতই নিন পারেন? একবার এনা জাগেন!
মোর গরুটা বানের পানিত ভাসি গেল তাক না দ্যাকেন।
ছাওয়ার অভাব দেকি হালের গরু দিলেন মোক ছারি
মরার গাঙ্গের তাক দেকিয়ায় ধরল এতো আড়ি?
ডিগির মাছ গেলো, ব্যাড়ের ধান গেলো, গেলো ঘরবাড়ী
বাঁচার তাগিত সংসার নিয়া বান্দত দিনুম পারি।
তিন দিন হয় উপাস আচম! মোর না হয় সয়
গাইটা যে অবোলা জন্তু, পল না পালে ক্যাংকর্যা হয়?
মোর দিকি তাকে থাকে, চোক দিয়া পরে পানি
ভোগ নাগিয়া কষ্টত আচে! মুক ফুটিয়া কবার না পায়।
তাই দেকিয়া কাশ্যার ভিনত বান্দি থুনুম একায়।
দরি ছিঁড়ি গাইটা নিল কারি।
কুণ্ঠে বাহে! তোমরা এনা জাগেন! শোনেন আহাজারি।