হতদরিদ্র এই বঙ্গে মানুষের সেবা দিতে,
বাবা-মা এর টান ছিন্ন করে এসেছিল ডাক্তার হতে।
বহু স্বপ্ন, বহু আশা সুপ্ত ছিল মনে,
ভয়ংকর এই শহরে সংগ্রাম ছিল ক্ষণে ক্ষণে।
শয়তান রুপি জানোয়ারদের ঘৃণ্য লোভের তরে, হায়রে তিলোত্তমা তোর প্রাণ গেল সেই ভরে।
দশ মাস দশ দিন ধরে বেড়ে ছিলিস তুই, মাতৃক্রোড় খালি করে কোথায় গেলি তুই।
তোর মৃত্যুতে উত্তাল হয়েছে এই দেশ,
রাজনীতির এই অকাল হোলি হবে কখনো শেষ।
ওমা তুই বলনা কবে হিংস্র হবি,
নাকি অন্নপূর্ণা হয়ে তুই এখনো সেবা দিবি।
সাদা পোশাকে নম্র হৃদয়ে জীবন দিতিস তুই, ছিন্নভিন্ন তোর ওই দেহে সেই প্রাণ গেল কই।
জনগণ আজ হিংস্র হয়ে করবে না কোন ক্ষমা,
তুই কি তোর বিচার পাবি হায়রে তিলোত্তমা?