বিন্দু শিশির, শুভ্র মেঘ, আশ্বিনের অবকাশ,
ওমা তুই এলি শেষে, পাপের এবার কর বিনাষ।
ওমা তুই মহালয়ায় পাড়ি দিলি দিলি শেষে,
আগে এলেই ভালো হতো রনংদেহী বেশে।
দশভূজা মারে তুই তোরই আরাধনা,
বিসর্জনের পরেই হয় আবার দিন গোনা।
অন্নপূর্ণা বেসে তুই যতই শান্ত থাকিস,
রনংদেহী বেশে তুই রুদ্র রূপ ধরিস।
ওমা তুই দে না তোর অগাধ আশীর্বাদ,
জননী যেন করতে পারে 'পাপ কা বিনাশ'।
শয়তান মহিষাসুরে তুই যেমন বধ করিস,
স্বামীর সাথে তেমন তুই বাপের বাড়ি আসিস।
চার সন্তান যেমন তোর আদরে যত্নে থাকে,
ধাত্রীর সব জননী যেন তেমন করেই রাখে।
মা তুই চলে গেলে যেন না পাই ভয়,
দীপ্ত সূর্যের আভা যেন আমার সাথে রয়।