বৃষ্টি ঝাপসা গাড়ির কাঁচ,
আজ একটু অন্যভাবে বাঁচ!
চেয়ে দেখ সিগনালে ওই লোকটা,
যাচাই করতে তোর টুকটাক কেনার ঝোঁকটা,
এগিয়ে দিল ছোট্ট তিনটি রঙের ঝিলিক |
কাঁচ থেকে মুখ বের করলো ঋক |
বললো, 'পাপা ইস ইট ইন্ডিপেন্ডেনস?'
পাপা বললো, 'দিস ইস ইন্ডিয়া, অল ননসেন্স'
মইদুল আজ যাবে শহীদ হতে,
পারুল বোনটি সকালেই ঠাকুরঘরে ছোটে |
ভাইয়ের কপালে দেবে ফোঁটা !
এই ফুলকিদের ভুলে ইতিহাস কি মাথামোটা?
চাঁপা স্কুলে সাজবে আজ মাতঙ্গিনী,
লুচি- বোদে বরাদ্দ, বলেছেন বড়দিমনি.
আমি কি করি বলতো?
স্বাধীনতা বুঝিনা, অনেক দূর চোখের জলতো!
বৃষ্টিকে বলেছি 'পারিসনা আমাদের মেলাতে?'
পশ্চিমের পাকিস্তান মিশুক পুবের ঢাকা জেলাতে!
আমি থেকে হবো আবার আমরা!
হরপ্পা থেকে ঢাকা আবার ছুটবে এক রেলের কামরা!
----- ১৪ই অগাস্ট, ২০০৯.