ফুলে ফুলে সাদা হয়ে যাবে ঘরটুকু মোর।
জমে যাবে ক্রমে ক্রমে নির্জন সান্ধ্য-বাসর।
ছবি থেকে নেমে আসবে তুমি পাখি হয়ে,
প্রাণ আমার নিমেষে ধোঁয়া, দেহ যাবে রয়ে!
আমাকে সেবা দেবে কেউ ছিলনা ঝাউবনে,
কাটাকুটি কতদিন খেলব একা একা মনে মনে?
নৌকাটা চিনিয়ে দিও, একা যেতে পারব ওটুকু!
জীবন মরণ নিথর কিরণ স্পন্দন ধুকুপুকু।
অসীম রাত্রিঝিম করতালি দরজায়ে-
ধুলা রাখিনি যা ছিল দুই পায়ে!
ফুল ওড়ে পাতার চেয়েও জোরে;
আমার যাওয়া এক থেকে অন্য বাসরে।