কবিতা রোজ রোজ আসে না.
মন দুআঙ্গুল রোজ ভালবাসে না.
আড্ডা রোজ রোজ জমে না.
গোপনীয়তা তবু একটুও কমেনা.
তাই আজ কিছু না লেখার পাশে.
'কিচ্ছু হয়নি লেখা' আমার যে হাসে.
গোধুলিতে যথা তথা হয়েছিল বিয়ে.
পদ্য লিখে আমার নাম দিল জমিয়ে!
মেয়েবাজ, পাড়াবাজ, আড্ডাবাজদের পাশে.
কবিতাবাজ দিয়ে আওয়াজ ডোবে আর ভাসে.