'তারপর তারা সুখে ঘরকন্না করতে লেগেছিল' -
গল্প গুলো এইভাবে শেষ হয় রূপকথার ঠাকুর-দালানে.
আমি বলতাম 'বইটা এইবার বন্ধ করব?'
বুঝতাম না শেষের ওপারে যা আছে তার মানে I
জগতের যত হারানিধি ছুটে আসতো আমার কাছে.
বলতো আমরা সুখে নেই গো, গল্পে ভুল আছে !
সেই থেকে তোমার আমার ভালো লাগে বিয়োগান্ত I
সুপার হিট করিয়েই জীবন জনতা হয় ক্ষান্ত !