সেই জরিবুটির খোঁজে আছি -
যা আমাকে ভগবানের টুঁটি টিপতে দেয়নি !
সেই জরিবুটির খোঁজে আছি -
যা আমাকে প্রেমিকার হলুদে যেতে দিয়েছে অন্যমনে.
সেই জরিবুটির খোঁজে আছি -
যা আমাকে যারা আঘাত দেয় তাদের দুয়ো দেয়নি !
সেই জরিবুটির খোঁজে আছি -
যারা আমাকে অপরিমিত অশ্রুসাগরে ডোবায়নি.
সেই জরিবুটির খোঁজে আছি -
যা আমাকে আমার খুঁত নিয়ে রেখে দিল হাসিমুখে.
সেই জরিবুটির খোঁজে আছি -
যা আজও অন্যের আনন্দে আমাকে রোদ এনে দেয়
সেই জরিবুটির খোঁজে আছি -
যা আমার মতো অন্য কাউকে জন্ম দেবেনা.
সেই জরিবুটির খোঁজে আছি -
যা আমাকে নিঃশব্দে শেষ করে দেবে.
সেই জরিবুটির খোঁজে আছি -
যা একদিন গুছিয়ে আমার গল্প বলবে.
সেই ঘরে যেখানে আমি একা হয়েছি ক্রমে.
সেই জরিবুটিরই খোঁজে আছি বাকি বিকেলটুকু.