অনেকদিন বাদে ওর বাড়ি যাচ্ছি.
ও - আমার হতে হতে না হওয়া সোহাগ.
সকাল সকাল যেতে বলেছে,
বোধহয় পার্বতী হতে চায় !
ওকে বিয়েতে যা দিয়েছিলাম শোকেস জোড়া-
সেগুলো আবার দেখতে পাব.
শুধু আমার মন জোড়া যা ছিল -
সেগুলো নাকি দেখালে পরকিয়া হয় !
এতটা জোর যদি ইতিহাসের আগে হতো -
তবে সেও বুঝি আজ জোর করে যেত
আমার সঙ্গে, বলত না - ওর কাছে যাচ্ছি !
বলত - আমাকে তো ওর কাছে যেতেই হয়.
আগে যাওয়া ছিল সুগন্ধি ফুলের মতো.
এখন শুধু বেনামী রঙের ফুল হয়ে যাব.
ভালবাসা আর কেউ দেখতে পাবেনা.
বাইরের রঙে ভুলবে, ভাববে পথিক নিরালা.