আজ আমাকে নিয়ে অনেক ভালো কথা হচ্ছে-
পাশের ঘরে, পাশের বাড়িতে, পাশের পাড়ায়,
হয়েতো আজি প্রথম, আজি শেষ !
আমার প্রশংসা জম্পেশ !
আমি তখন কোথায় ?
নেই নেই নিজের ঘরে.
বাদাম কিনে খোলা ওড়ানো দেখছি -
কোনো নির্জন জলের স্রোতে.
আহামরি কিছু করতে পারিনি জানো ?
প্রেম নয়, বিয়ে নয়, সংসার নয়.
বাবা মা'র অভিমানের চিকিত্সা নয়.
বিশাল সম্পদ সঞ্চয় নয় !
আজ কি তবে আলোচনার বিরাম-কাল?
তাই আমি এসে বসেছি প্রাজ্ঞ মুখে?
আমি তো আজও বাড়ি ফিরব.
আমার ঘরটি তে জানালা খুলবো.
মরতে তো শেখা হলনা ওজনদরে !
না হলুদের আগে, না কুয়াশার পরে.
একটা আবিষ্কারের জন্য কান পেতে রই.
আমি ঘুমিয়ে পড়লে যদি পিছিয়ে যাই !
তাই ভোরের কাছাকাছি জেগে আছি-
যেখানে মন্দিরের বাতি নিভে যায়
আর সকল স্তুতি দিক হারায়.