সুখ ছিল বাসী রোদ্দুরের মতো !
কম তো দেখলাম না.
ভালো করে মনে ঢুকতেই পারে না
আমার কনক্রিট তনু পেরিয়ে.
দুঃখ ছিল হাওয়ার মতো !
এমন লেপ্টে থাকত বুঝতাম না.
তুমি এসে কি এক মন্তর পড়লে,
বললে 'সুখ উপার্জন করো'
সেই থেকে তোমার আর সুখের সাথে আড়ি-
কারণ তোমরা দুজনই উপার্জন-রহিত.