কত রাত গেলো কত ভোর হলো
অর্ধশত বছর পেরুলো
আজও লাকি, রিমা সন্তানসহ
মরছে রেলের তলে;
কতজন হলো ভিটেমাটি ছাড়া
কতজন হলো সন্তান হারা
ফাহাদের ব্যথা মিশে আছে আজও
ফেনী নদী তার জলে।
মাথাপিছু আয় এত অত হলো
জিডিপি শীর্ষে পৌঁছে গেলো
কত ব্যথা শোকে - কত শত লোকে
আজও মরে অনাহারে;
পড়শি পাত্রে সব ঢেলে যাই
লাশের বদল হিলসা পাঠাই
রাত পোহালেই চোখ মেলে দেখি
ফেলানিরা কাঁটাতারে।
পশ্চিমা তরে শির বিকিয়ে
আধুনিক থেকে স্মার্ট হয়ে
শিক্ষা নামে ছিটাচ্ছি বিষ
ছোট্ট কোমল ফুলে;
হাঁটতে চলতে খাইতে পুড়ছি
ব্রিজ টানেল মেট্রো গড়ছি
কাচ্চি নামের কুত্তা গিলছি
তৃপ্তি ঢেকুর তুলে।