আমি হব শীতের শাহবাগী
সবার আগে শাহবাগেতে উঠবো আমি ডাকি।
গোসলখানায় মারতে তালা উঠবো আমি জেগে
আসেনি শীত, ডাকিস না আর — আপা বলবেন রেগে।
বলবো আমি দুষ্টু আপা পালিয়ে তুমি থাকো
আসেনি শীত - তাই বলে কি শীত আসিবে না-কো!
আমরা যদি গোসল করি  কেমনে শীত আসিবে
আমরা গোসল ছাড়লে তবেই শীত আসিবে ভবে।

————————————————

(কবি কাজী নজরুল ইসলামের — “আমি হব” কবিতার অনুকরণে)