হারিয়েছি বেশ অনেক দুরেই সময়ের পথ ধরে
হয়তো তুমি খুব কাছে আছো হয়তোবা বহু দুরে,
এই পথে যদি দেখা হয় ফের হোক সেটা বহু পরে
হারাতে চাইবো তোমার কন্ঠে নজরুলেরই সুরে।
"চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী বলে না তো কভু চাঁদ"
তোমার মায়াবী কন্ঠে জড়ানো কি করে ভুলি সে স্বাদ,
তোমার হাসিতে হারতো মনের শত অভিমানি বাঁধ
চাইবো আবার স্নিগ্ধ হাসিতে মেটাতে প্রাণের সাধ।
ফিরবে তুমি হাসবে আবার আশা বাঁধে এই প্রাণ
হয়তো এ পথ শেষ হবে - হবে বিরহের অবসান,
পড়ছো কি এই কবিতাখানি গাইছো কি আজও গান?
ফিরবে কি সব ক্ষত ব্যাথা ভুলে - ভুলে সব অভিমান।