কতদিন কেটে গেলো - শুনিনা ভোরের পাখির ডাক
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করেনা অনেক দিন হলো
কেমন জানি হারিয়েছি সেই চিরচেনা স্বভাব
বেঁচে আছি যেন যন্ত্রমানব ভীষণ অগোছালো।
কতদিন কেটে গেলো - যায়নি তো শিউলিতলায়
বুক প্রশস্ত করে নেয়া হয়নি সে ফুলের ঘ্রান,
নদীর পাড়ে বসে কথা হয়না আর নদীর সাথে
কৃত্রিম মরীচিকার পিছে ছুটে চলে এ প্রাণ।
কতোদিন কেটে গেলো - দেখা হয়নি প্রিয় মুখগুলো
একসাথে সব বন্ধুরা মিলে লাল চায়ের আড্ডায়,
মনে পড়ে কত গল্পগুজব হাসি মজা দুষ্টুমি
আড্ডারা সব বন্দী মুঠোতে ছয় ইঞ্চি পর্দায়।
এভাবে আর কতদিন যাবে?
আর কতদিন?