সকাল দুপুর রাত্রি গরম
গরম জ্যামের ঢাকা,
অধিক ভাড়ায় যাত্রী গরম
গরম গাড়ির চাকা।
কারেন্ট ছাড়া মেজাজ গরম
গরম মন আর মাথা।
কাজের চাপে অফিস গরম
গরম বসের কথা।
প্রাইমারি টু কলেজ গরম
গরম ছাত্র নেতা,
দ্রব্যমূল্যে বাজার গরম
গরম গরীব ক্রেতা।
ডানে গরম বামে গরম
চারদিকে অশান্তি।
টুনির মায়ের মেজাজ গরম
গরম তাহার খুন্তি।
গরম জ্বালা চরম জ্বালা
সহে না আর প্রাণে,
টুনির মা যাক বাপের বাড়ি
আমি গেলাম ধ্যানে।