কেউ কারো না এ তল্লাটে সবটা মিছে মায়া
শত্রু যে তোর নিজের সত্ত্বা, শত্রু আপন কায়া।
যাদের জন্য স্বপ্ন পুড়াস
সুখ বিলিয়ে দুঃখ কুড়াস
দুঃসময়ে চায় না তারাই দেখতে রে তোর ছায়া।
শত্রু যে তোর নিজের সত্ত্বা, শত্রু আপন কায়া।

যাদেরকে তুই আগলে রাখিস জাপটে ঝড়ো হাওয়া
তারাই যে তোর নীরব ঘাতক করছে রোজই ধাওয়া।
চিনিস না তোর আপন আবাস
বন্ধু রুপের কেউটে_দাঁড়াস
সব ভুলে ফের হাত বাড়িয়ে সাজিস তুই বেহায়া।
শত্রু যে তোর নিজের সত্ত্বা, শত্রু আপন কায়া।