আমি হাওয়ায় দোলা ঘুড়ি, হাওয়াতেই উড়ি
হাওয়াই থাকি, হাওয়ায় জাগি, হাওয়াতে যাই ঘুম।
যাযাবর এ জীবন, প্রেমে তবু বারণ
শূন্য যাচ্ছে, শূন্য থাকছে প্রেমের মৌসুম।
সে কন্যাকুমারী, যার হাতে কাচের চুড়ি
যারে দেখি, স্বপ্নে আঁকি ইচ্ছে মেঘের কুড়ি।
সেই বৃষ্টিবিলাস ভোর, সেই স্বপ্নের তোড়জোড়
এক নিমেষে, হচ্ছে শেষে বিরহের বাগডুম।
যাযাবর এ জীবন, প্রেমে তবু বারণ
শূন্য যাচ্ছে, শূন্য থাকছে প্রেমের মৌসুম।
আমি রোদে পোড়া পাখি, আমি রোদের মাঝেই থাকি
রোদে হাসি, রোদে কাঁদি রোদে শুকাই আঁখি।
যার রোদে পোড়া মন, যে থাকেই নির্জন।
কারণ বারণ শুনলে তার হবেই বিভ্রম।
যাযাবর এ জীবন প্রেমে তবু বারণ
শূন্য যাচ্ছে শূন্য থাকছে প্রেমের মৌসুম।
অংকের ঐ ছকে, শূন্য যখন থাকে
একলা একা শূন্য থাকা , শূন্যই তারে রাখে।
বৃষ্টির সব গানে সুরেরা সব জানে
দূর বহুদূর, বাজে বৃষ্টির সুর ঝুম ঝুম ঝুম ঝুম।
যাযাবর এ জীবন প্রেমে তবু বারণ
শূন্য যাচ্ছে শূন্য থাকছে প্রেমের মৌসুম।
শূন্য
বিলিয়ার রহমান রিয়াজ
3রা ডিসেম্বর 2021 ইং খ্রি
পটুয়াখালী, বাংলাদেশ।