তোমার নামে আজ বাজে ধ্বনি,
ও আমার জান্নাতি মাটি,
রাতের গর্ভে জন্ম নিয়ে
আজো ছড়াও সুরভি জ্যোতি।
তব সীমানায় বেজেছিল যে
বারুদের সুর,
রক্তিম স্নানে তাড়াতে সব
জালিম অসুর।
লক্ষ হৃদয়ে ছিলো পলাশ,
পুঁথির অগ্নি বানী,
হাজারো পাঞ্জেরি, পেয়েছে শহীদের
তপ্ত জাফরানি।
শিয়রে সবার, বয়ে যাওয়া
সিন্দাবাদের স্রোত,
বুকে রক্ত আয়াত
ঠোঁটে মুক্তিরো ক্রোধ।
ও জালিম, তুমি ধ্বংস হও
হে ইবলিস, তুমি দুর হও,
বিজয় লিখনে লেখ বাংলার নাম
লাল-সবুজের এ মঞ্জিল, হোক অবিরাম।
এ স্বাধীনতার সুরভি ,
দিয়ে কত রক্তের কুরবানি,
এ মাটিতে এসেছে
আমাদেরি বিজয়ের পারজানি।
কোন এক, কোনসে এক
ইবলিশের ইচ্ছায়,
এ মুকুট, ও মুকুট
কখনো হারাবার নয়।
তোমার মুকুটে প্রিয় জন্মভূমি
থাকুক খুরশিদ-এ-জালাল,
দখিনের হাওয়ায় বারে বারে
বিপদে আসুক নুহের ঐ পাল।
হোক আজ মুক্তিরো গীত,
হোক রক্তিম গজল।
গাইবে বেহুলা, বাউল মহুয়া
গাইবে ফেরেস্তারো দল।
বিলিয়ার রহমান রিয়াজ
১৬/১২/২০২৪ ইং
পটুয়াখালী, বাংলাদেশ
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।