স্বাধীনতা,
এমন তোমার দীনতা,
দেখতে হবে,
এ ভাবনা ভেবেছিলো কে কবে?
অধিকার, প্রাপ্তি আর বলার দাবি,
চেয়েছিনু আমরা যা সবি;
ওরা বলেছিলো ওসব দেবনা;
আমারাও বলেছি এ দাবি ছাড়বো না।
সাজোয়া এলো
গুলি হলো!
চারিপাশ ছেয়েগেল মৃত্যুর ঢলে
স্বাধীনতা, তোমার স্বপ্ন তবু, দেখেছিনু কোন এককালে।
এর পর যখন তুমি,
ফের এলে আমাদের এ বঙ্গভূমি;
ভেবেছিনু সব দাবি, তবে এবার মিটে যাবে।
কই, এখনোতো তুমি কেবল কারো কারো তবে!
তুমি আমারই সজাতির, হয় তোমার পক্ষের নয় বিপক্ষের;
কিন্তু নও কৃষক মজুর, শ্রমিকের!
তুমি সিংহ কিংবা বাঘের,
কিন্তু নও শালিকের!
তোমার দাবি করে করে ওরা,
আমাদের দিচ্ছে প্রত্যাখ্যানের ছোরা
তার থেকে না হয় আমরাই করি~
প্রত্যাখ্যান তোমায়, দেই দাবি ছাড়ি!
কবিতা: তোমাকে প্রত্যাখ্যান হে স্বাধীনতা
বিলিয়ার রহমান রিয়াজ
ঢাকা,
২২ ফেব্রুয়ারি ২০১৮