সুনন্দা, সেই তারা পোড়া নির্ঘুম রাতগুলো
হয়েছে গত, সাতাশ বছর হলো।
তবু আর্দ্র চোখে একি, আমি সদা দেখি
তোমার মুখের ‘পরে, অমলিন সপ্ত ঋষির আলো।
চাঁদহীন সেই সব ধূসর রাতে, প্রণয়ের মেঘে ভেসে ভেসে
তোমার আমার অপলক চোখাচুখি কিংবা সরস হাসি।
নিঝুম সবুজ রাতের সে সব মান অভিমান
আর অবুঝ ভালোবাসাবাসি ।
সব কিছুই যেন, আজ উদাস হাসির মতো
বাড়িয়ে যাচ্ছে আমার বামপাঁজরটার ক্ষত!
এই শহরের অদূরে, রাত নামার পরে
বিজন মাঠের সবুজ ছায়ার তলে, আমি যখন কেবল আমার হই,
সব কিছু ভুলে, হাত দুটো তুলে, আমার নগ্ন পাজরে,
হারিয়ে যাই সখি, তোমার দেয়া সে ক্ষতের গভীরে।