সত্যি-মিথ্যা ভাবছি আমী  সত্যি মিথ্যার জের
সত্যি-মিথ্যায় তুমি থাকো, তুমি আসো ফের।
সত্যি মিথ্যা বলছি যা তা,  চাচ্ছি তোমায় খুব।
হৃদয়ের গান এ হৃদয়েই বাজুক, থাকুক নিশ্চুপ।
তুমি ফুল, তুমি পাখি, আমার বিরহ সুর
তুমি মন, অকারন নিয়ে চলো দুর.......।

আমার ভাবনার  রাজ্যে তোমায় যখন দেখি
খোলা চুলের ছোট্ট পাখি, যারে বুক পকেটে রাখি।
ইচ্ছে হলে ছুঁই যারে ইচ্ছে হলেই আঁকি।
তুমি সখি, মন পাখি , হয়ে আছো শীত-ওম।
তুমি সখি  বন্ধু প্রিয়,  আমার শুক্র সোম।

তোমায় ডাকি, যতনে রাখি, এ হৃদয় গহীনে
তোমায় ছুঁই, এক দুই .. করে হাজার যতনে।
ছুঁয়েও তবু হয়না ছোঁয়া, পেয়েও না পাওয়া
তুমি বরং আমার মনই হও, মনের এ চাওয়া।
সত্যি-মিথ্যা ভাবছি আমী  সত্যি মিথ্যার জের
সত্যি-মিথ্যায় তুমি থাকো, তুমি আসো ফের।

পটুয়াখালী,
১৭ই এপ্রিল, ২০২২ ইং