ঝিরিঝিরি ঝরে চলা
অবিরাম সেই বারিতে।
এলোচুলে আনমনে
বসা কোন গাড়িতে।

ঝিকিমিকি মৌসুমি
রূপসী সে রমণী।
যারে দেখে বুক ফেরে
কেঁপে ছিল ধমনি।

ঠোঁট তার মতিহার
লাল রঙি পদ্ম।
কলি হতে বেরনো এক
ফোটা ফুল অদ্য।

বাহু খানা যেন ডানা
কাটা এক পরী সে।
দেখে তারে বারে বারে
হার্ট ফেল করি যে।

গৌড়িতো নন তিনি
শ্যামা সেই রূপসি।
আবেশ হীন দৃষ্টিতে
বড়ই সে আবেশী।

ভাসা চোখে ভ্রূ তার
মায়া দিয়ে গড়ানো।
ঐ চোখে চোখ রেখে
যায় না তা সরানো।

সেই সখী দেবে নাকি
দেখা মোর স্বপনে।
তবে ফের মোন ভরে
দেখিতাম দু নয়নে।

ঢাকা
১০ ই সেপ্টেম্বর, ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।