একটা তারার মতো ঘরে
আমি তুমি থাকার পরে
সখি যদি মেঘ জমে আর বৃষ্টি নামে
তবে সে দায়টা বল কার
তোমার-আমার নাকি ও তারার?
আমি বলি কি দোষটা কেবল বোঝার
কিংবা না বোঝার;
হয়তো সে আমার নয়তো তোমার।

কিছু চাঁদের প্লাবনে, কিছু রোদের ঢেউয়ে
যদি তুমি-আমি যাই দুই পাড়ে হাড়িয়ে,
যদি আরো ঢেউ হয়, যদি আরো প্লাবন ডাকে
তবে তুমি তার দোষটা দেবে কাকে?
রোদ, ঢেউ, নাকি প্লাবনকে?
আমি বলি কি দোষটা কেবল বাঁধনের
যে বাঁধনে বাঁধিনি আমি বাঁধোনি তুমি
তবু বন্ধনের ভান ছিলো দুজনের।

কোন এক বাদলার রাতে, সখি যদি এক সাথে
এ গৃহ, এ সমারোহ, যা সব আছে বাকি
হারিয়ে ফেলে কেবল আমি তুমি থাকি;
তবে সে থাকার, শক্তিটা বলো কার?
আমার, তোমার নাকি ও বাদলার
আমি বলিকি শক্তিটা প্রেমের
যেখানে ভালোবাসা বিশ্বাস এক হয়ে আছে দুজনের।

বিলিয়ার রহমান রিয়াজ
ঢাকা,
২রা অক্টোবর, ২০১৮ ইং