যদি অনন্ত জীবনের এমন ধরণী হতো
যেখানে কেবল তুমি, আমি আর আমাদের বুনো নীড়।
তবে জগতের সমগ্র বেদনাকে দুরে ঠেলে
এই ধলেশ্বরী, সুরমার তীর জুড়ে হত আমাদের প্রণয়ের ভিড়।
নীল কষ্টগুলো তখন হয়তো, কোমল নরম পাতায়
রোদের ঝিলিক দেখে, বেদনার সুরই যেত ভুলে
ঐ দুর আন্দামান সাগরের বুকে উড়ে চলা চিলও হয়তো
আমাদের প্রণয়ে মুগ্ধ হয়ে ডানা দিত মেলে।
আমি তখন সাত শত বসন্ত পার করে দিতাম
তোমার ঐ জোড়া ভ্রুর পানে অপলক তাকিয়ে ।
এক সহস্র শরৎ আমার সেতো কেবল বিলীন হতো
ও রূপসিনী তুমি কাশফুলের চেয়ে সুন্দরী, এ বন্দনা গেয়ে।
কল্পনার মেঘে ঢাকা তেরো আকাশের তারার মতো সময়
আমার পার হয়ে যেত তোমার চুলের ঘ্রাণের মোহে।
কোমল রোদের মত উষ্ণ সে অমর প্রেমের জীবন
তোমার আঁখি পানে চেয়ে কাটিয়ে দিতাম ভালোবাসা-বিরহে ।
যদি একটা অনন্ত জীবনের এমন ধরণী হতো
যেখানে কেবল তুমি, আমি আর আমাদের বুনো নীড়।
তবে জগতের সমগ্র বেদনাকে দুরে ঠেলে
এই ধলেশ্বরী, সুরমার তীর জুড়ে হত আমাদের প্রণয়ের ভিড়।
বিলিয়ার রহমান
ঢাকা,
২৬ ফেব্রুয়ারি, ২০১৭ইং