স্বাধীনতা হবে স্বাধীনতা??
যে স্বাধীনতা কিশোরীর চাহনির মতো কোমল,
নির্ভেজাল, কপটতাহীন, চঞ্চল
যে স্বাধীনতা মায়ের ভালোবাসার মতো সার্বজনীন
পিতার স্নেহের মতো মহান মহীয়ান
যে স্বাধীনতা বাংলার মাটির গন্ধের মতো
পরশ বুলিয়ে মিলিয়ে দেবে শূন্যতার ক্ষত।
হবে কি এমন একমুঠো স্বাধীনতা?
এর জন্য না হয় তের গঙ্গা রক্ত
তিন নিযুত যোদ্ধার নির্ঘুম রাত,
কোটি মায়ের চোখের জল আর সিথির সিঁদুরের
সমান মূল্য তুমি চেয়েই নিলে।
তবুও যে আমার চাই অমন একমুঠো স্বাধীনতা!
স্বাধীনতা হবে স্বাধীনতা??
যে স্বাধীনতা আমি চেয়েছি বলেই
তা কেবল আমার বংশের, গোষ্ঠীর দলের নয়।
বরং সে স্বাধীনতা কৃষকের, মজুরের, শ্রমিকের
বটতলার নিচে বসে থাকা ভিক্ষুকের
সে স্বাধীনতা মৌলানা,পুরোহিত, যাজকের
তরুন, যুবা, আবাল, বৃদ্ধা সবের।
হবে কি এমন একমুঠো স্বাধীনতা??
এর জন্য না হয় সাত শহর নারীর সম্ভ্রম
সাতাশ অযুত নব ধবুর অনিঃশেষ অপেক্ষা
আর লক্ষ প্রাণের স্বার্থহীন ত্যাগের
সমান মূল্য তুমি চেয়েই নিলে।
তবুও যে আমার চাই এমন একমুঠো স্বাধীনতা?
স্বাধীনতা হবে স্বাধীনতা
বিলিয়ার রহমান
===============
২৬ মার্চ, ২০১৭ইং