মানুষ দেখার চেয়ে আমি বরং মানুষ পড়ি।
কখনো কখনো টানা টানা চোখের গভীরে
আমি খুঁজে পাই আস্ত সাগর,
নির্মল হাসিতে পাই প্রবীণ হওয়া ব্যথা,
সাজগোজের আড়ালে বিষম ব্যাকুলতা।
বন্ধুত্বের মাঝে দেখি নির্জনতার কুয়াশা।
এ রকম নির্জন মানুষের সৌন্দর্য পড়তে গিয়ে
আমি দুঃখ পড়ি,
রহস্যের আকাশ দেখতে গিয়ে
পড়ি উদঘাটনের শীতল বেদনা ।
অফিসার দেখতে গিয়ে আমি
পড়ে ফেলি ঘুষখোরের মানচিত্র।
কর্তাকে দেখতে গিয়ে আমি
পড়ি হৃদয়হীন অমানুষের ছায়ামূর্তি।
ধার্মিকতায় আমি
দেখে ফেলি ভণ্ডামির পর্দা।
দেশপ্রেমিকে
আমি পড়ি পাচারকারীর গপ্প।
অভাবীর মুখোশে আমি দেখি
লুকিয়ে থাকা এক সুযোগসন্ধানী।
আর বেশ্যা দেখতে গিয়ে আমি প্রতিবার
পড়ি নিষ্পাপ মানুষ।
অকবিতা: মানুষ পড়া
বিলিয়ার রহমান রিয়াজ
৩০/১২/২০২৪ ইং
পটুয়াখালী।