মানুষ হওয়ার আগে কিছু পশুর নিরলস পরিশ্রমে
যখন ওরা হয়ে ওঠে মপেলিয়ারের চে
লিখে ফ্যালে পশুত্বের দাসকেপিটা ।
পশুদের ইতিহাসে ডুবিয়ে বুর্জোয়া ভয়
তখনি আসে নভেম্বর ৯।
পশুত্ব আর মনুষ্যত্বের দেয়াল ভেঙে
অতঃপর মানুষি হয় পশু, আর পশুত্ব মরে লজ্জায়।
রাইফেল স্টেনগান কাঁধে করে
কোন এক কাক ডাকা ভোরে
ঘেরাও হয় মনুষ্য ডেরা
কোরাস ওঠে পশুদের মিছিলে,
"পশুদের পশুত্ব করে মানুষের দাসত্ব
না না তা হবে না, হতেও তাহা পারে না।"
পশুত্ব দমনে অতঃপর হাজারো লাসে
মানুষের হুংকারের গন্ধ ভাসে ।
মগজে মগজে প্রতিধ্বনি হয় 1984
কে মানুষ, কে পশু, কে সাধু , আর কে বল চোর?
কবিতা: প্রশ্ন
বিলিয়ার রহমান রিয়াজ
১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং
পটুয়াখালী, বাংলাদেশ।