পৃথিবীর মতো একে একে হারানোর দুঃখ
হৃদয় পালকে জমেছে আমার।
চেনা মুখ অচেনা হওয়ার ব্যাথা
এক দুই করে সয়েছি হাজার বার।

হেমন্তের ক্ষেতের সবুজ ধান সোনালি হয়েছে
তবু অবুঝ হৃদয়ের দাগগুলো নষ্ট হয়নি।
এ নীর ছেড়ে যাওয়া আরাধ্য সে চীল
আর এ নীরে ফেরেনি।

ক্লান্ত ভরত পক্ষীর ডানা বেয়ে ঝরা
ঘাম বলে কি কিছু আছে?
তীর হারানো এ তরী- তীর খুঁজে পাবে
এ ভাবনাটাও অমন মিছে।

অতল আঁধার ঘিরেছে যখন আমায়
স্বপ্ন দেখে আর কিবা হবে?
পৃথিবী পোড়ার গন্ধ পাচ্ছি আমি আজ
কোন একদিন তুমিও সে গন্ধ পাবে।

ঢাকা
পহেলা জানুয়ারি ২০১৮ ইং