প্রথম যেদিন আমায় ঐ বাহুডোরে নিয়েছিলে।
অতঃপর যখন অদৃশ্যলোকে হারালে
সমগ্র সুখ আমার ডুবে ছিল বিষাদের ঢলে।
আমি সফেদ শুভ্র মেঘের ভেলায় চরে
খুঁজেছি তোমায় হিম শীতল সমীরে ।
হেলে পড়া হিজল আর তমালের বাগে
তোমার অন্বেষণ চালিয়েছি অনুরাগে।
নিঃস্তদ্ধ রাত্রিতে ঝরা শিশির ভেজা ঘাসে
নগ্ন পদে হেঁটেছি তোমার স্পর্শের আশে ।
নিষ্ঠুর নিয়তি ঘুমন্ত দিনমনির প্রভায়
তোমায় লুকিয়েছিল বুঝি দিগন্তের সীমানায়।
নীরহারা বিরহী শালিক পাখির মতো
প্রেমাশায় হৃদয় আমার পুড়ছিলো অবিরত।
সব সুধা, সব রূপ, সমস্ত প্রাণের উচ্ছ্বাস
আমি তোমাতে দেখেছি হে মায়াবিনী রূপসী।
তাইতো তোমায় ভালোবাসি ভালোবাসি।