পতিতা আমি, পথ আগলে
তোমার বক্ষ খুলি
পতিতা আমি ,বহুজন ভোগে
নিজের দুঃখ ভুলি।

সস্তায় আমি দেহ বিকাই
সস্তায় ভুলি লজ্জা
রোজ পাল্টাই প্রেমিক আমি
রোজ বদলাই সজ্জা।

হাজার হাত আমার হাতে
হাজার ওষ্ঠ ঠোঁটে
ভোগপন্য দাসি আমি
বিক্রিত যৌন হাঁটে।

এখন তাই সমাজ মোরে
বেশ্যা নামে ডাকে
আঁধার রাতের বেশ্যা পুরুষ
আঁধারেতেই থাকে।

কেন আমি পতিহীন আজ
হলাম কেন পতিতা?
সভ্য ধরার আছে কি তার
উত্তর করার সততা।

ঢাকা
২৬ মে