সবার তরে হয়তো কেবল
তুমি নব্য ষোড়শী
কারো চোখে হয়েছো হয়তো
এর চেয়ে কিছু বেশি
ও সুন্দরী তম আমার হৃদয় জুড়ে
হাজার বছর ধরে
হয়ে আছ তুমি শ্রেষ্ঠ পরী
মায়াবী এক স্বগীয় অপ্সরী।
মনে কি পড়ে
বছর পাঁচেক আগে
ক্যালেন্ডারের প্রথম ভাগে
তোমারই এক গুরু হয়ে
এসেছিলাম তোমার গৃহালয়ে
অতঃপর তম যত
দিবস হয়ছে গত
ছিলো সবি প্রতীক্ষা ভরা
ফের তোমায় দেখবো বলে
কত ছিল মোর তাড়া।
তোমার সাথে কত অকারন
জিজ্ঞাসা আর হতো কথোপকথন
শত অযুত লক্ষ কথা
এ মনে আজও যা গাঁথা।
কেন যেন তবুও একটি বারে
ও রূপসী তোমার তরে
হয়-নিকো বলা এ কথাটি
ভালোবাসি, বাসো কি ভালো মোরে? ( সংক্ষেপিত)