প্রথম যেদিন তোমায় হৃদয় দিলাম
অতঃপর যত দিন একাএকা ছিলাম
ক্ষণে ক্ষনেই যেন আমি বিষন্নতর হলাম।
আমি প্রফুল্লতা খুঁজেছি কত জনে
হতাশ হয়েছি তাতে, ফিরেছি মলিন বদনে।
বালি হাসেঁর ডানায় রেখেছিলাম চোখ
এই ভাবনায়, যাবে মুছে মোর শোক।
গাঙচিলের ডানা ঝাপটা দেখেছি নদী তীরে
সুখ আসে যাতে অযুত দুঃখের ভীরে।
পূর্নিমার রাতের ভরা জোৎছনার চাঁদ
বাদ যায়নিকো দেখা তারই স্বাদ।
সকালের শিশিরে ভেজা পুষ্প কাননে
ঘুম পড়ানি কোকিলের মিষ্টি গানে
আমি কত যে খুঁজেছি একটু হাসি।
আছে যা কেবল তোমার তাইতো
রূপসী তোমায় ভালোবাসি ভালোবাসি।