তুমি গেলে?
না,কবিরা কোথাও যায় না।
শব্দের  শিকড়ে
নয়তো সময়ের পঙক্তিতে,
যুদ্ধের মশালে,
কিংবা প্রেমের প্রথম আলিঙ্গনে,
এবং প্রতিটি বিদ্রোহের বাসনায়
কবিকেই তো বারবার
থেকে যেতে হয়।

“এখন যৌবন যার,
যুদ্ধে যাওয়ার তার
শ্রেষ্ঠ সময়”
এ আওভানে হায়
কত বিদ্রোহী কণ্ঠ
মহাকাল ধরে
প্যাপিরাসের 'পরে
চোখ রেখে আমরন
করে যাবে হেলাল স্মরণ।
মৃত্যুতে পেয়েছো আরেক জনম,
বন্ধু নয়কো মরন।

কবিতার এক মহীরুহ হয়ে,
প্রজন্ম থেকে প্রজন্মের কানে
তুমি বলে গ্যাছো
বিপ্লব, প্রেম, আর শুদ্ধতার মানে।
নিরীহ শব্দেরাও
তোমার হাতে পড়তেই
কতবার করেছে স্বৈরাচারের মসনদ ঘেরাও।

যে জ্বলে আগুন জ্বলে
সে জ্বলে আগুনি জ্বলবে
কিছু কবিতা হয়তো নিরবেই কাঁদবে।
কিন্তু কবি?
কবি কোথাও যায় না।
শব্দের গভীরে  শিকড় গেড়ে
সময়ের পঙক্তিতে,
যুদ্ধের মশালে,
কিংবা প্রেমের প্রথম আলিঙ্গনে
বার বার তাকে থেকে যেতে হয়।

কবিরা কোথাও যায় না
বিলিয়ার রহমান রিয়াজ
১৩/১২/২০২৪ ইং