আমি যার ঢেউ হতে চাই,
যার জলেতে  দুপা ভেজাই
সে আমার নদী  না।
আমি যার মন হতে চাই, যার মনেতে মন মজাই
সেতো এ মন পড়ে না।
না পড়া ও বিজন মন, নাই বা ডাকুক আপন আপন
আমায় বন্ধু পরই ডাকো, স্বজন ডেকো না।

যে আমার রাত না, রাতের হাত বেহাত ও না,
সে তো নিবিড় দ্বীপে পথ হারানো নাও
আমার আঁধার তারার গাঁও।
তুমি বন্ধু রাতি থাকো, রাতের আঁধারি রাখো
প্রেম রেখোনা।
আমায় বন্ধু পরই রাখো, স্বজন ভেবো না।

তুমি যখন নদী ডাকো, নৌকার ঐ  পাল রাখো,
ভাটা জোয়ার ডাকো না?
রোদে ভেজা বৃষ্টি ডাকো, কাল বোশিখি ঝড়ো ডাকো পরাশ্রয়ী মেঘ ডাকো না
আমায় বন্ধু পরই রাখো, স্বজন করো না।

মিহি মিহি ইচ্ছে গুলো প্রজাপতির ঝড়ে
দূর থেকে আরো দুরে খুঁজে ফেরে কারে
ভুল ঠিকানায় যে থাকে নিযুত তেপান্তর।
তার বন্ধু আপনি কিবা, আছে কি আর পর।
সখি তুমি পরই থাকো, পরঘরা না।
আমায় বন্ধু পরই ডাকো, স্বজন ডেকো না।

লিরিক: প্যারাডক্স
বিলিয়ার রহমান রিয়াজ

১০/১২/২০২২ইং
পটুয়াখালী