আমার দোনেৎস্কে তোমার  জ্বেলে দেয়া বোহন
ফের পেরিয়ে সীমানা, ছড়িয়েছে দহন
আর তার নিষ্ঠুর নিয়তি
আমায় বানিয়েছে মুচি ।
হৃদয়ের ক্ষত সেলাই দিতে দিতেই তাই
আমায় কৃষক হতে হয় ।
জলাঙ্গী চাষে নেমে আমি প্রত্যহ হই মিথ্যুক চাষী
হৃদয়ের ব্যাথা বুকে চেপে ধরে বাজাই ব্যাথার বাঁশী
অনাগত প্রজন্মের জন্য গাই ভালো থাকার গান।

আমি যেন অরফিয়াস নই,
শোক সংগীত আমার তাই ঝড়ে পড়ে
লাল বুনো পাতার মতো সবুজ ঘাসের উপর।
পৃথিবীর সব সবুজ আমায় তাই হাসে, পরিহাসে।
অবুঝরা মাড়িয়ে যায়
মুদ্রাস্ফীতির নামে ওরা নিয়ে যায় তোমার  সৌন্দর্য।
আলেপ্পোয় নিয়ত হ্রাস হয় তোমার যৌবন।

পশ্চীম তীরে তখনো অপেক্ষা  তীব্রতর হয়
ওদের ঘুম না ভাঙায় বাড়ে আমাদের অপেক্ষার সময়।
তোমার হাসি আমরা কতদিন দেখিনা
নাকি তুমি আর হাসোই না?
তোমাদের হাতকড়ায় আমার বন্দীত্বের ইচ্ছে
কি নিষ্ঠুর পরিহাসে ওদের পশু বানিয়েছে?

রক্তের ঘ্রানে তোমাদের সকাল রাতে ঢেকে গেছে।
পৃথিবীর সব ক্ষুধা, সব অপেক্ষা,
তোমাদের ঘৃনা করে, অবহেলা করে, উপেক্ষা করে।
পৃথিবীর সব ক্রোধ তোমাদের অভিশাপ দেয়,
সব ভালোবাসা জানায় অভিযোগ।

অভিযোগ
বিলিয়ার রহমান রিয়াজ
১৭ অক্টোবর ২০২২ ইং