ও রমণী সওয়ারী হবে
আমার নায়ে আজ।
মাস্তুলেতে দেবো তবে
পদ্ম ফুলেল সাজ।

নীল আকাশের মেঘ দেবো
দেবো বৃষ্টির ফোঁটা।
চালতে ফুলের সুবাস দেবো
দেবো চাইবে যেটা।

নদীর ঢেউকে দেব ছুঁতে
শোনাবো কোকিলা গান।
দুঃখ সব মিলিয়ে দেবো
করিয়ে রৌদ্র স্নান।

ও রমণী সওয়ারী হবে
আমার ছোট নায়।
তোমায় নিয়ে হারিয়ে যাব
সুদূর অজানায়।


ঢাকা
০১ অক্টোবর, ২০১৬