আমি সত্যি বলছি শাঁখার সখি, সত্যি বলছি এই
আমি বাদলা দিনের মেঘলা ঘরে খুঁজছি তোমাকেই
আমি রোদ হারিয়ে, মেঘ হারিয়ে, হারিয়েছি ঘুম
আমি জ্যোৎস্না রাতে সুর হারিয়ে, হারিয়েছি প্রেমের মৌসুম।
আমি যদি আমার না হই,তোমারো না হই, ছিলাম তবে কি কারো?
আনমনা এই আমার নামে তোমার অভিযোগ আছে কি আরও??
তোমার মান, তোমার অভিমান
হয়তো শোনে না, শোনে না এ হৃদয় ভাঙার গান
তুমি-আমি ছিলাম যখনই, তেরুয়েল প্রেমী
দুষ্ট বরাত, আমায় দিয়ে ছিল রাত জানোনিকো তা তুমি ।
এ বাদলা আমার নয়, নয় সে শহর
এ রাত আমার নয় , নয় সে আঁধারের ঘোর ।
এ শহর আমার নয়, নয় সে কোলাহল অনন্ত
এ শরৎ আমার নয় , নয় সে শীত বসন্ত।
শীর্ণ মনের গল্প ছিল কেউ কখনো জানেনি
গল্প ছাড়া গল্পে তাই আমি অচেনা এক কাহিনী।
কবিতা: শিরোনাম হীন
বিলিয়ার রহমান রিয়াজ
14 জুলাই 2021 ইংরেজি
পটুয়াখালী, বাংলাদেশ।