শত নদীর বাঁক পেরিয়ে,
সবুজের এ মানচিত্র,
মাতৃভূমি তোমার ভূমি,
শাশ্বত , অমিত্র।
তোমার মাটির ঘ্রাণে
লেখা অযুত বীর কাহিনি,
রক্ত রঙে রাঙা
জানি সবি জানি ।
যে বুকেতে বহমান ঐ
গঙ্গা ব্রহ্মপুত্র,
লক্ষ বছর তাতেই লেখা
স্বাধীনতার ও সূত্র।
পলাশীর সে প্রান্তর
কিংবা বাঁশের কেল্লায়
মাতৃভূমি করেছি দূর
৭১-এ অন্যায় ।
তোমার জন্য লড়বো আজো
শত্রু ঘেরা প্রান্তরে
"মাতৃভূমি অথবা মৃত্যু"
এ শপথ নিয়ে অন্তরে ।
মাতৃভূমি অথবা মৃত্যু
বিলিয়ার রহমান রিয়াজ
০৪/১২/২০২৪ ইং