প্রেমের উপপাদ্যে মানুষ এক অপ্রত্যাশিত প্রতিজ্ঞা,
প্রেমের দুষ্টচক্র যেন বিরহের অর্থনীতি।
হৃদয়ের টেলিস্কোপে রাখা চোখে
প্রেম হল হাবলের প্রসারমান বিচ্ছেদ,
বিগব্যাংয়ে সৃষ্টি হওয়া অনাগত দুঃখ
এখনো যা দুর্বোধ্য- অননুমেয়।
প্রেমের রসায়নে পলিমাকরণ এলে
যখন বেরিয়ে আসে কুৎসিত মুখোশ
বুনো ব্যাথা বয়ে বেড়ানো মানুষ
তখন জনডান ভুলে রাখে চোখ বিদ্রোহী নজরুলে
বইয়ের সেল্ফ অতঃপর ফিরে চলে একা,
ফেলে রেখে খালি গ্লাস, ক্লান্ত চশমা
আর আধ ঘোরা পাখা।
তারো আগে শৈশবী কিশোরীর কোলের 'পরে
হুমায়ূনের হিমুরা উঠে নেমে গেলে
কিশোরীর ভাঙা মন কেঁদে ওঠে আর্তনাদের সুরে ।
বয়স বেড়ে গেলে পড়ন্ত বিকেলে
কোন এক উঠানের কোনে
সুপ্ত প্রেমরা সব অতঃপর এঁটে রয় সেলাইয়ের টানে।
আঁধারের আলোকচ্ছটায় যখন প্রেমের ভারকেন্দ্র ছেদ হয়।
বয়সের ভারে নুয়ে পড়া প্রেম তখন,
ঠাঁই পায় সময়ের আপেক্ষিকতায়।
কবিতা: প্রেমের আপেক্ষিকতা
বিলিয়ার রহমান রিয়াজ
১৩ অক্টোবর,২০২১ ইং
ঢাকা, বাংলাদেশ।