কলমিলতা, শর্বরীর নিস্তব্ধতায়
এখোনিকি উঁকি মেরে দেখ
ধূসর আকাশের রূপালি চাঁদ
জোনাই পোকার মিটিমিটি আলো।
এখোনোকি দু’পা ছোটাও
দোয়েল, শ্যামা আর কোকিলের গানে
মুখরিত সেই হিজল, তমাল
আর জারুল তলার পানে।
কলমিলতা,উদাস দুপুরের ঝাউয়ের শাখায়
এখোনোকি দৃষ্টি জোড়া রাখো ।
উষ্ণ রোদে ঠোঁট গুঁজে বসা
বাবলার ডালের বুলবুলি ডাকো।
অঘ্রাণের ধানের ক্ষেত জুড়ে
জমে ওঠা হরিৎ টিয়ার মেলায়।
এখোনো কি হারিয়ে যাও
অতল আলোর লুকোচুরি খেলায়।
কলমিলতা, নিনাদের নিস্তব্ধতায় ঘেরা
এই মাটির ঘরে একাকী।
তোমার একটা খবর পাওয়ার আশায়
আজো আমি কান পেতে রাখি।