যে আমি মালিক থেকে হয়েছি প্রজা
সে আমার কথায় যুক্তি খোঁজা
ভুল নাকি সঠিক?
আমি প্রজা হয়েছি
প্রজাই আছি, প্রজাই থাকবো ঠিক।
আমার কথা শুনতে তোমরা বাধ্য হবে কেন?
আমি মানুষ থেকে কীট হয়েছি মানুষ নই আর যেন।
আমার আবার মতপ্রকাশ, কিসের স্বাধীনতা
বেঁচে আছি এইতো ঢের, প্রিয় অধীনতা।
আমার মতো লক্ষ কীট আজ
বলে কীটের জীবন ভালো
দু'চোখ বুজে অন্ধ সবাই
নিভু নিভু সব আলো।
আজকে না হয় কীটই হলাম
তোমায় দিয়ে ভূমি
ব্যাবিলন গ্যাছে, মঙ্গোলো নেই
ও রাণীমা থাকবেও কি তুমি?
কবিতা: কীটের জীবন
বিলিয়ার রহমান রিয়াজ
১৫ জুলাই ২০২৪ ইং
পটুয়াখালী, বাংলাদেশ।