ইচ্ছে যখন বন্দি আমার
ছাই রঙা জেলের সেলে।
সত্যমিথ্যার লুকোচুরি খেলায়
প্রতিবাদ গেছি আজ ভুলে।
উদার আমি অল্প স্বল্প
মহানতো কভু নই।
পক্ষপাতদুষ্ট চোখে যে তাই
ঠিক চলছে সবটুকু।
তবুও সকল চ্যুতি-বিচ্যুতি
যারা চোখে ধরাদেয়।
সেসব কথন কইতে থাকে
সাতান্ন ধারার ভয়।
চিনচিনে ব্যথা বুকে নিয়ে তাই
আজ চেপেছি বুলি।
বন্ধ বদন বড়ো ভাল
আসে না যে তাতে গুলি।
জনতার ভোটে জনতার সরকার
নামটি আগের মত।
প্রতিবাদ মুখর অ্যাসেম্বলিটাই
কেবল হয়েছে গত।